লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইকবাল মৃধা (৩৪) মারা গেছেন। শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে খুলনার বেসরকার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । এর আগে গত ১৬ আগস্ট সকালে পারমল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে ।নিহত ইকবাল মৃর্ধা পারমল্লিকপুর গ্রামের মৃত আক্কাস মৃর্ধার ছেলে। রববার সকালে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট সকালে পারমল্লিকপুর গ্রামে প্রতিপক্ষরা নূর ইসলাম মৃধার বাড়িতে অর্তকিত হামলা চালায়। এ সময় নুর ইসলাম মৃর্ধা নিহত হন এবং ভাতিজা ইকবাল মৃর্ধাসহ ১০ জন আহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে গুরুতর আহত ইকবাল মৃধা খুলনার গাজী সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ইকবাল মৃর্ধার স্ত্রীসহ ৩ কন্যা সন্তান রয়েছে।

উল্লেখ্য,এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারমল্লিকপুর গ্রামে ঠাকুর এবং মৃধা বংশের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের গত ১৬ আগস্ট সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ঠাকুর পক্ষের লোকজন নূর ইসলাম মৃধার বাড়িতে হামলা চালায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, রাত সাড়ে ১১টার দিকে ইকবাল মারা গেছেন। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


(আরএম/এস/আগস্ট ২১, ২০১৬)