কলাপাড়া প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুর উপর মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর এ্যাপ্রোচের গাইড পোষ্টের সাথে ধাক্কা লেগে সুদেব দাস (৩৪) এক বিকাশ এজেন্ট মারা গেছে।

শনিবার রাত সাড়ে আটটায় সেতুর নীলগঞ্জ সলিমপুর অংশে এ ঘটনা ঘটেছে। নিহতের বাড়ি কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ কামাল সেতুর উপর মোটরসাইকেল চালানো শিখে সেতুর সলিমপুর থেকে কলাপাড়া অংশে আসার পথে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে এ্যাপ্রোচের গাইড পোষ্টের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্র্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টায় সুদেব মারা যায়।

এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।





(এমকেআর/এস/আগস্ট ২১, ২০১৬)