মুশফিক মাসুদ, নেত্রকোণা : নেত্রকোণায় জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।


আজ দুপুরে নেত্রকোণা জেলা রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের আয়োজনে শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের জেলা সভাপতি দিলোয়ার খান, সাধারণ সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক প্রেসক্লাব সম্পাদক প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কবি কামরুজ্জামান চৌধুরী, ছড়াকার সঞ্জয় সরকার, সাংবাদিক আব্দুল হান্নানসহ অন্যরা ।

এসময় বক্তারা দেশ থেকে জঙ্গিবাদ মুক্ত করার জন্য সর্বস্তরের মানুষসহ বিশেষ করে তরুণ সমাজকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তারা।







(এমএম/এস/আগস্ট ২১, ২০১৬)