বগুড়া প্রতিনিধি : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার সিজার না করে চারটি সন্তানের জন্ম দিয়েছেন জেবা বেগম (১৮)।

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চিকিত্সক আফরোজা পারভীনের তত্ত্বাবধানে ছিলেন তিনি। তিনি সকাল ১০টা ৫০ মিনিটে ১.৯ কেজি ওজনের একটি ছেলে, সকাল ১০টা ৫৮ মিনিটে ১.৫ কেজি ওজনের ছেলে, বেলা ১১টা ২৫ মিনিটে ১.৫ কেজি ওজনের একটি মেয়ে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে ১.২ কেজি ওজনের আরেকটি মেয়ের জন্ম দেন।

চিকিত্সক আফরোজা পারভীন জানালেন, স্বাভাবিকভাবে চারটি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল। মা ও চার সন্তান সুস্থ আছে। চার বাচ্চাকে হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

জেবার স্বামীর নাম রায়হান মণ্ডল। তিনি গ্যারেজের শ্রমিক। তিনি জানালেন, আড়াই বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর পর প্রথম বাচ্চাটি গর্ভাবস্থায় মারা যায়। ১২ দিন আগে জেবাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

একসঙ্গে চার সন্তানের জন্মে আনন্দিত বলে জানালেন রায়হান। তবে আর্থিকভাবে তেমন স্বচ্ছল না রায়হান সন্তানদের নিয়ে চিন্তিত বলেও জানালেন। চার সন্তানকে কীভাবে বড় করবেন, সেই শঙ্কা ছাপিয়ে যাচ্ছে তাঁর খুশিকে।
(ওএস/এএস/জুন ১০, ২০১৪)