গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ডেমু ট্রেন থেকে ছিনতাইকালে হাতে নাতে দুই মহিলা ছিনতাইকারীকে ধরে যাত্রীরা পুলিশে সোপর্দ করেছে। আজ দুপুরে শ্রীপুর রেলস্টেশনে ডেমু ট্রেন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কংকরহাটি গ্রামের আবদুলালার মেয়ে নাছিমা আক্তার (৩৫) ও একই এলাকার সবদুলের মেয়ে মনোয়ারা বেগম (৩৩)।
ট্রেনযাত্রী সাফিয়া খাতুন জানান, গফরগাঁও থেকে ডেমু ট্রেনে উঠার পর তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে যাওয়ার সময় যাত্রীদের সহায়তায় তাদেরকে হাতেনাতে ধরে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে যাত্রী বেশে চুরি ছিনতাই করে থাকে ।

(আরএইচ/এএস/আগস্ট ২২, ২০১৬)