স্টাফ রিপোর্টার : এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জি এখন ফরিদপুর পুলিশের হেফাজতে রয়েছে।

তেজগাঁও থানা পুলিশ সত্যজিতের পরিবারকে মঙ্গলবার সকালে এই তথ্য দিয়েছেন। তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ফরিদপুর পুলিশ সত্যজিতকে আটক করে। পরে তারা তাকে ফরিদপুরে নিয়ে যায়। অবশ্য ফরিদপুরের কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সত্যজিতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সাদা পোশাকের একদল লোক ঢাকার নাখালপাড়া থেকে সত্যজিতকে তুলে নিয়ে যায়। সাদা পোশাকের লোকগুলো নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়েছিল। এ ব্যাপারে সাথে সাথে তেজগাঁও থানায় যোগাযোগ করা হলে সত্যজিতের কোনো খবর পাওয়া যায়নি। কোনো খোঁজ না পেয়ে সত্যজিতের বাবা মা ও আত্মীয় স্বজন অজানা আতঙ্কে ছিলেন।

উল্লেখ্য, ফরিদপুরের কোতোয়ালি থানায় সত্যজিতের বিরুদ্ধে ২২ টি মামলা রয়েছে। যদিও ওই মামলাগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।

>>ফরিদপুরের ছাত্রলীগ নেতা সত্যজিতকে ধরে নিয়ে গেল কারা?

(পিএস/অ/আগস্ট ২৩, ২০১৬)