হায় ! সভ্যতা

বিবস্ত্র আর বিপন্ন আজ সামাজ,সভ্যতা
কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এ সভ্যতা?
চারিদিকে সভ্যতার নামে চলছে অবাধ নগ্নতা,
সবার মাঝে থেকে দেখাই শুধু মেকি পরিপুর্ণতা
অথচ মনের মাঝে বিরাজ করে ঠিকই শুন্যতা ৷
থমকে যাই দেখে আজ সভ্যতার নামে অসভ্যতা
এটা বিজ্ঞানের অগ্রযাত্রা নাকি ব্যার্থতা বুঝিনা তা?
ভার্চুয়াল জগতে আজ মুঠোফোনে বন্দী আত্মীয়তা
আত্মার টানে নেই আজ বন্ধুত্ব কিম্বা আত্মীয়তা
সম্পর্ক আজ আছে যা সে শুধুই সামাজিকতা ৷
চারদিকে দেখি আজ লোক দেখানো মানবিকতা
মন নেই মনুষ্যত্বও নেই অথচ দিব্বি আছে বক্তৃতা ,
এই কি আমার সভ্য সমাজ,এই কি আমার সভ্যতা?