বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মামলায় আটক সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক এস এম হাসানুর রহমান জুয়েলের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে সরকারি বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বক্তৃতা করেন।

মানববন্ধন শিক্ষার্থী বক্তারা বলেন, জুয়েল স্যার প্রতিটি ছাত্রীকেই নিজের মেয়ের মত ভালবাসেন। তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে তিন দিনের মধ্যে মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবেও শিক্ষার্থীরা আল্টিমেটাম দেয়। পরে তারা বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শনিবার দুপুরে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি ক্রীড়া শিক্ষক এস এম হাসানুর রহমান জুয়েলকে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে কারাগারে পাঠায়।

(একে/এএস/আগস্ট ২৩, ২০১৬)