দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নর্দান ডেভেলপমেন্ট স্কুল রক্ষায় মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে হতদরিদ্র ছিন্নমুল শিশুরা।

মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে হতদরিদ্র ছিন্নমুল ও অনাথ শিশুদের শিক্ষাদানের জন্য পরিচালিত শহরের রাজবাড়ীর নর্দান ডেভেলপমেন্ট স্কুলটি স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তিদের দ্বারা বাধাগ্রস্ত ও বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

২০০৯ সাল থেকে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর ৫০ জন করে অনাথ, দরিদ্র ও ছিন্নমুল শিশুদের শিক্ষা দেয়ায় স্কুলটি অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তি স্কুলটি বন্ধ করার জন্য নানাভাবে বাধা সৃষ্টি করায় শিশু শিক্ষার্থীরা রাস্তায় নেমে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায়।

মানবন্ধনকালীন সমাবেশে বক্তব্য দেন স্কুলের পরিচালক সামিউল আনম জনি, শিক্ষক ফেরদৌস জামান তুষার এবং অভিভাবক মিলন হাওলাদার ও সুলতানা।

(ওএস/এটিআর/জুন ১০, ২০১৪)