কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দীন বাহাদুরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

গত ২০আগষ্ট রাত পৌনে ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একাধিকবার ফোন করে এ হুমকি দেয়। এব্যাপারে তিনি পেকুয়া থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন; যার নং- ৭৯৭, তারিখ ২৩ আগস্ট ২০১৬।

পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দীন বাহাদুর বলেন, ওইদিন রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি দুইটি নম্বর (০১৮৬৬১১২১৯১/ ০১৮২৮৩১৪১৫১) থেকে একাধিকবার ফোন করে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমনকি সুযোগ পেলে যেকোন মুহুর্তে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এব্যাপারে আমি স্থানীয় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীকে অবগত করেছি।

(ওএস/অ/আগস্ট ২৩, ২০১৬)