মাগুরা প্রতিনিধি : নিরাপদ মাংস উৎপাদনে গবাদি পশু হৃষ্ট পুষ্ট করণ শীর্ষক কর্মশালা আজ বুধবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রানিসম্পদ দপ্তরের উপপরিচালক ডা. মোহম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন প্রানি সম্পদ দপ্তরের সহকারী পরিচালক ডা.সুখেন্দু শেখর। সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. কানাই লাল সরকার।

কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর ওষুধ পরিহার এবং বৈধ ও স্বাস্থ্য সম্মত পদ্ধতিতে গবাদি পশু পালন এবং মোট তাজা করণের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া নিরাপদ পরিবেশে কোরবানীর পশু জবাই ও বর্জব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের সর্তক করা হয়।

প্রানি সম্পদ দপ্তরের জেলা উপজেলা পর্যায়ের ৭০জন কর্মী এ কর্মশালায় অংশ গ্রহন করেন।

(ডিসি/এএস/আগস্ট ২৪, ২০১৬)