হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলার ধারা বাজারস্থ বৈশাখী কসমেটিকস ও সাইফুল ষ্টোর নামের দুটি মনোহারী দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। জানা যায়, ২৪ আগষ্ট দিবাগত ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ ধোঁয়া দেখে সন্দেহ হওয়ায় ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছলে স্থানীয় লোকজন সহ প্রায় ৪০ মিনিট চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের সাব অফিসার আঃ আলীম এ প্রতিবেদক কে জানায়, দোকানে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে দোকানের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু তালা ভাঙার আগেই দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে পারেননি তিনি।

(জেসিজি/এএস/আগস্ট ২৪, ২০১৬)