নিউজ ডেস্ক : আওয়ামী লীগের মহিলাবিষয়ক নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী ভৈরবে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকাল ৭টায় কোরআন খতম, সকাল ৯টায় স্থানীয় বাসস্ট্যান্ড আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে মরহুম আইভি রহমানের বাবার বাড়ি চন্ডিবের এলাকায় এক কাঙালিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় বক্তারা আইভি রহমানের বর্ণাঢ্য জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন। এতে ভৈরব উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া, মির্জা সুলাইমান, হাজি সিরাজ উদ্দিন, এসএম বাকি বিল্লাহ, জাহাঙ্গীর আলম সেন্টু মো. এনামুল হক জাহাঙ্গীর, জাকির হোসেন কাজল প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। তিনি ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।

(ওএস/এএস/আগস্ট ২৪, ২০১৬)