আন্তর্জাতিক ডেস্ক : রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ২ শিশু রয়েছে। এ ছাড়া দেশটির বিভিন্ন প্যাগোডার অন্তত ৬৬টি ‘স্তূপ’ ধসে পড়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক মিয়ানমার টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বুধবার মিয়ানমারের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্প মিয়ানমারের চাউক শহরের ২৫ কিলোমিটার পশ্চিমে ৮৪ দশমিক ১ কিলোমিটার (৫২ মাইল) গভীরে উৎপত্তি হয়েছে। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার ছাড়াও চীন, লাওস এবং থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

মিয়ানমার টাইমস বলছে, মিয়ানমারে বিখ্যাত বাগান শহরের বেশ কিছু প্রাচীন প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ বলছে, ভূমিকম্পে বিভিন্ন প্যাগোডার অন্তত ৬৬টি ‘স্তূপ’ ধসে পড়েছে।

দেশটির ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, চাউকের দক্ষিণের আঞ্চলিক রাজধানী মাগবির নদী তীরবর্তী এলাকায় ভূমিকম্পের সময় দুই তরুণী নিহত হয়েছেন। এ ছাড়া পাক্কোকু শহরে তামাক প্রক্রিয়াজাতকরণ একটি কারখানায় একজন নিহত ও আরো একজন আহত হয়েছেন।

মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডির স্থানীয় অফিসের কর্মকর্তা মং মং কিয়াও বলেন, ভূমিকম্পের সময় আমার বাড়ি দুলে উঠেছে। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে ভবনের বাইরে চলে আসেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের মান্দালয়, নাইপিদো ও ইয়াঙ্গুনে কম্পন অনুভূত হয়েছে। বাগান শহরে একাধিক মন্দির ধসে পড়েছে।

(ওএস/এএস/আগস্ট ২৪, ২০১৬)