আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় ৭ শিক্ষার্থীসহ ১৩ জন নিহত হয়েছে। 

দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে জানিয়েছে বন্দুক ও বোমা নিয়ে দুইজন হামলাকারী বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টিতে হামলা করে। শত শত শিক্ষার্থী এ সময় ভীতসন্ত্রস্ত্র হয়ে ছোটাছুটি শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই দুই বন্দুকধারী নিহত হয়।

আফগান পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়টিতে হামলা শুরু হয়। হামলার শুরুতেই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এরপর বন্দুক হামলা শুরু হয়। বিশ্ববিদ্যালয়টির যেখানে হামলা করা হয় সে স্থানটি মূলত বিদেশি শিক্ষার্থী ও কর্মকর্তারা থাকতেন।

হামলার পর আফগান এলিট ফোর্স পুরো চত্বরটি ঘিরে ফেলে। এরপর তারা ভিতরে অভিযান শুরু করে।

কাবুলের পুলিশ প্রধান আবদুল রহমান রাহিমি জানান, সন্ত্রাসী হামলায় ৭ জন শিক্ষার্থী, ৩ নিরাপত্তা কর্মী ও ৩ পুলিশ নিহত হয়েছে।

হামলা শুরুর ১০ ঘণ্টা পর আফগান এলিট ফোর্সের অভিযানে ২ হামলাকারী নিহত হলে এ সংকটের অবসান হয়।

তবে বিশ্ববিদ্যালয়টিতে বন্দুক হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

(ওএস/এএস/আগস্ট ২৫, ২০১৬)