আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্ম তিথী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন মন্দির থেকে আগত হাজার হাজার নারী পুরুষ ভক্তবৃন্দের সমন্বয়ে সকালে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী মতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, উপজেলা নিবার্হী কর্মকর্তা (অঃ দাঃ) শতরুপা তালুকদার, মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ড.নীল কান্ত বেপারী, আ. রইচ সেরনিয়াবাত, যতীন্দ্র নাথ মিস্ত্রী, আবু সালেহ লিটন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, যুকলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, জগদীশ ভক্ত প্রমুখ নেতৃবৃন্দ। একই দিন গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(টিবি/এএস/আগস্ট ২৫, ২০১৬)