স্টাফ রিপোর্টার : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌযান ধর্মঘট সমস্যা সমাধানের জন্য শ্রম মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী এই কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘নৌ ধর্মঘট নিয়ে গতকাল শ্রম ভবনে মিটিং হয়েছে। এমনকি আজও একটি মিটিং হচ্ছে। আশা করি এই সেক্টরের সব সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে।’

নৌমন্ত্রী বলেন, ‘আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের বোঝানোর চেষ্টা করেছি। আজ শ্রম ভবনে মালিক পক্ষকে নিয়ে একটি বৈঠক হচ্ছে। আশা করছি উভয়পক্ষের এ বৈঠকের মাধ্যমে দ্রুতই এ সমস্যার সমাধান হবে।’

মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘২০১৫ সালের ১৮ ডিসেম্বর আমরা শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আন্দোলনের যে দাবি করেছিলাম, তার মধ্যে একটি হচ্ছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এর অনুমোদন মন্ত্রীসভায় হয়েছে। এখন আশা করি সংসদে এই আইন খুব দ্রুত পাশ হবে

মন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ২৮ আগস্ট সকাল ১১ টায় শাপলা চত্ত্বর থেকে লাল পতাকা মিছিল করা হবে।

(ওএস/এএস/আগস্ট ২৫, ২০১৬)