টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথী শুভ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে কালিবাড়ি, জেলা পুজা উদযাপন পরিষদ, ইসকন, শনীর আখড়াসহ বিভিন্ন সংগঠন ও মন্দির কর্তৃপক্ষ তিন দিনব্যাপী নানা কর্মসুচী পালন করছে।

আজ বৃহস্পতিবার সকালে কালিবাড়ী কর্তৃপক্ষ ও জেলা পুজা উদযাপন পরিষদ এ যৌথ আয়োজনে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বি সকল বয়সী মানুষ অংশ নেন। এর আগে কালিবাড়ীর নাট মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সাবালিয়াস্থ ইসকন মন্দিরে শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।

জেলার মন্দিরগুলোতে জন্মাষ্টমীর তিনদিনব্যাপী কর্মসুচীর রয়েছে গীতা পাঠ, পুজার্চ্চনা, জন্মাষ্টমীর উপবাস, মহাপ্রভুর ভোগ, প্রসাদ বিতরন, ভক্তিমুলক সংগীতানুষ্ঠানসহ আরো নানা আয়োজন।

(এমএনইউ/এএস/আগস্ট ২৫, ২০১৬)