বাংলার মহানায়ক

তুমি গড়েছো সোনার বাংলা
তুমি করেছো যুদ্ধ,
তোমার ডাকে সারা দিয়েছিলো
কিশোর-যুবক-বৃদ্ধ ।

তোমার ডাকে সারা দিয়েছিলো
লক্ষ-কোটি লোক,
ভোগের বদলে যা কিছু তোমার
সবই করেছো ত্যাগ ।

তুমি নায়ক, তুমি মহানায়ক
বাংঙালিদের তরে,
তাইতো আজও সকল বাঙালি
তোমায় ভক্তি করে ।

কালের কাল বাঙালি তোমায়
করে যাবে শ্রদ্ধা,
তুমি তো বাংলার মহানায়ক
তুমি তো অমর যোদ্ধা ।

বঙ্গমাতা

হে বঙ্গমাতা! আমি কালের কাল
অমর হয়ে তোমার মাঝে বেঁচে থাকতে চাই
হে বঙ্গমাতা! তুমি আমাকে দিও
তোমার কোলে ঠাঁই।

যখন যেদিকে যাচ্ছি আমি
দেখছি শুধু তোমায়,
আদর দিয়ে আগলে রেখো
পর করো না আমায়।

আমায় আদর দিয়ে আগলে রেখো
ওদের মত করে,
তোমাকে ভালবেসে চলে গেছে
যারা জীবন উৎসর্গ করে।

তোমার কোলে জন্মেছি বলে আজও
আছি খুব সুখে,
ইতিহাসের পাতায় অমর করে রেখো
ফেলে দিওনা দুঃখে।