স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মুহিতুল ইসলামের ভাতিজা মাহবুবুল ইসলাম জানান, চাচার শেষ ইচ্ছা অনুযায়ী তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

মুহিতুলের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক শোক জানিয়েছেন।

কিডনি, ফুসফুসসহ নানারোগে আক্রান্ত হয়ে সম্প্রতি তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তার রিসিপসনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তিনি ধানমন্ডির ওই বাড়িতেই ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলা করেন মুহিতুল।

এ হত্যা মামলার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে কয়েকজন কয়েকটি দেশে পলাতক রয়েছে।

(ওএস/এএস/আগস্ট ২৫, ২০১৬)