মুশফিক মাসুদ, নেত্রকোণা : বৃহস্পতিবার সকাল ১১টায় সাতপাই এলাকার রামকৃষ্ণ মিশন থেকে  বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে নরসিংহ জিউর আখড়ায় গিয়ে শেষ হয়। এছাড়াও পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির ব্যানারেও একটি শোভাযাত্রা বের হয়।

পরবর্তীতে নরসিংহ জিউড় আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নরসিংহজিউর আখড়া প্রাঙ্গণে সার্জনীন জন্মাষ্টমী উদযাপন কমিটি আলোচনাসভার আয়োজন করে।

সুব্রত রায় মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহামন খান, জেলা প্রশাসক মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মঙ্গল চন্দ্র সাহা , জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য চৌধুরী, নরসিংহ জিউর আখড়া কমিটির সম্পাদক অধ্যাপক রঞ্জিত সাহা, কেশব রঞ্জন সরকার, সার্জনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির সম্পাদক পংকজ কুমার সাহা রায়,অধ্যাপক মানিক রায়, সমীর চন্দ্র রানা।বক্তারা এসময় সকলের শান্তি কামনা করেন।

(এমএম/এএস/আগস্ট ২৫, ২০১৬)