মাগুরা প্রতিনিধি : মাগুরায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব পূর্ণতিথি জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাজার ছানাবাবুর বটতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ।

শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের ব্যানার নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আগত হিন্দু সংগঠনের সদস্য, সকল বয়সী নারী-পুুরুষ ,শিশু ,বৃদ্ধ ঢোল ,বাদ্যযন্ত্রসহ বিভিন্ন উপকরণ নিয়ে অংশ নেয় । যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোহা আশ্রমে গিয়ে শেষ হয় । সেখানে মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু,জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডুসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় শ্রী কৃষ্ণের নানা দিক নিয়ে ধর্মীয় নেতারা ব্যাপক আলোচনা করেন । পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ।

(ডিসি/এএস/আগস্ট ২৫, ২০১৬)