জামালপুর প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলা যোগ হচ্ছে জামালপুর জেলার সঙ্গে। খুব তাড়াতাড়ি উপজেলা দুটি জেলায় যোগ হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনের সচিব দ্বীপায়ন শুভ।

বৃহস্পতিবার তিনি এ তথ্য জানিয়ে বলেন, এই দুই উপজেলা (রৌমারী ও চর রাজীবপুর) জামালপুর জেলায় অন্তর্ভুক্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে।

গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (উপ-আঞ্চলিক সহযোগিতা সেল) সুব্রত রায় মৈত্র রৌমারী ও রাজীবপুর উপজেলা দুটি জামালপুর বা শেরপুর জেলায় যুক্ত করা সংক্রান্ত এক পরিদর্শন প্রতিবেদন জমা দেন।

এরপর গত বুধবার স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন তালুকদার।

এতে অংশ নেন শেরপুর জেলা প্রশাসক এএম পারভেজ রহিম, জামালপুর জেলা প্রশাসক সাহাব উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, স্থানীয় (কুড়িগ্রাম-৪) সংসদ সদস্য রুহুল আমিন, রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী, সাবেক সংসদ সদস্য ও রৌমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, রৌমারী উপজেলা বাসদ নেতা শেখ মো. আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা শামসুল আলম প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ২৫, ২০১৬)