গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল তামান্না খানম নামের ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। সে কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী।

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত)মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার উপজেলার টুটাপাড়া গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে তামান্না খানমের (১৩) সাথে একই উপজেলার হিরন গ্রামের নূর ইসলাম মুন্সীর ছেলে মামুন মুন্সীর(৩৫) বিয়ের দিন ধার্য ছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন আব্দুল রাজ্জাকের বাড়ী উপস্থিত হয়ে এই বাল্যবিয়ে বন্ধ করেন এবং বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের মা খুরশিদা বেগমকে ১ হাজার টাকা জরিমানা করেন।

(পিএম/এএস/আগস্ট ২৬, ২০১৬)