মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার উকিলবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুমার নদে দু’টি ট্রলারের মুখোমুখি সংর্ঘষে এক নারী মারা গেছে। এছাড়াও দুইজন যাত্রী নিখোজ আছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এই ঘটনায় একই উপজেলার কলাগাছিয়া গ্রামের ভানু বালা (৬৫) নামের এক যাত্রী মারা গেছে।

এছাড়াও প্রায় শতাধিক যাত্রী সাঁতরে স্থানীয়দের সহযোগীতায় পাড়ে উঠলেও এখনও রাজৈর আওয়ালাকান্দি গ্রামের ননি বাড়ৈ এবং ডুবে যাওয়া ট্রলারের দলনেতা মহারাজের স্ত্রী সুচন্দ্রা বাড়ৈ নিখোজ আছে। এখনো তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

যাত্রীরা মাদারীপুর শহর থেকে জন্মষ্টমীর মিছিল শেষে একটি ট্রলারে শতাধিক যাত্রী নিয়ে সদর উপজেলার কলাগাছিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রলারটি উকিলবাড়ি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংর্ঘষে ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রলারটি নদে ডুবে যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করেছে।

(এএসএ/এএস/আগস্ট ২৬, ২০১৬)