স্টাফ রিপোর্টার : রাজধানীর সবুজবাগ থানার বৌদ্ধমন্দিরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পুলিশের এসআই বিকাশ ঘোষসহ অজ্ঞাতপরিচয় এক মেকানিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে রাস্তার ওপর থেমে থাকা কাভার্ডভ্যানটি দেখে এসআই বিকাশ ঘোষের নেতৃত্বে টহলরত পুলিশের একটি টিম সেখানে দাঁড়ায়। পুলিশের গাড়ি থেকে নেমে তিনি বিকল কাভার্ডভ্যানটি দ্রুত মেরামতের জন্য তাগিদ দেন। ঠিক ওই সময়ই পেছন দিক থেকে আসা আরেকটি কাভার্ডভ্যান থেমে থাকা কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে এক মেকানিক নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই বিকাশও গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা আরও তিনজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে বিকাশ ঘোষের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

(ওএস/এইচআর/এপ্রিল ০৯, ২০১৪)