প্রিয় কবি

যা কিছু করেছো তুমি
বাংলার তরে,
রেখেছো বাংলার মান,
কালের কাল থাকবে তুমি
হয়ে বাংলার প্রাণ।

বাংলা ভাষা চর্চায় তুমি
অন্যদের চেয়ে সেরা,
তুমি দিয়েছো বাংলা ভাষাকে
বাঙ্গালির হৃদয়ে জোড়া।

বাংলা ভাষাকে নিয়ে গেছো তুমি
বিশ্বের দ্বারে দ্বারে,
বাংলা ভাষার ইতিহাস তোমায়
রাখবে স্মরণ করে।

তুমি মোদের প্রিয় কবি
তুমি মোদের প্রাণ,
আজও তোমার প্রয়াণ দিনে
গাই শুধু তোমারই গান।