চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপরিপক্ক আমে ক্ষতিকর রাসায়নিক উপকরন ফরমালিন দেওয়ার অপরাধে মঙ্গলবার দিবাগত রাতে প্রায় ৩০ মন আম ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত।

ধ্বংসকৃত আমগুলো প্যাকেটজাত করে ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক আজিজুর রহমান।

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা এলাকায় অপরিপক্ক আমে ফরমালিন মেশানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মতিনের আড়ৎ থেকে ফরমালিন যুক্ত ৫৭ ক্যারেট ফরমালিন যুক্ত আম আটক করে সেসব আম ঐ স্থানেই রাত সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এসময় এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য আম আড়ৎদাররা আড়ৎ বন্ধ করে পালিয়ে যায়।

আটক আমগুলোতে দ্বিগুন পরিমাণ ফরমালিন মেশানো ছিল বলে আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট আজিজুর রহমান নিশ্চিত করেন।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও শিবগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) আফাজউদ্দিন জানান, মূলত যেসব শ্রেণির অসাধু ব্যাবসায়ী বেশি লাভের আশায় অপরিপক্ক আমে ফরমালিন মিশিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

(ওএস/এইচআর/জুন ১১, ২০১৪)