লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বর ও কনের বাবার বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বড়খাতা গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে তার স্কুল পড়ুয়া মেয়ের বাল্য বিয়ের আয়োজন চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল সোহেল গ্রাম পুলিশসহ ওই বাড়িতে গিয়ে বরের বাবা ও কনের বাবাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে বড়খাতা ইউনিয়ন পরিষদে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে বর ও কনের বাবাকে ৭দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের বরের বাবা মঈনুল হক (৪০) ও এইক গ্রামের মেয়ের বাবা রফিকুল ইসলাম (৩৫)।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে সাজাপ্রাপ্তদের শনিবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

(জেআইএস/এএস/আগস্ট ২৭, ২০১৬)