চাঁদপুর প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি বলেছেন, ফারাক্কা বাঁধ খুলে দিলে কিংবা ভেঙে দিলে আমাদের কোন সমস্যা হবে না। কারণ পদ্মার পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে।

মন্ত্রী বলেন, এক সময় ফারাক্কা বাঁধ আমাদের জন্য মরণ ফাঁদ ছিল। আর এখন তা ভারতের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

রবিবার দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় আমাদের মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য আমরা নভেম্বর মাস পর্যন্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। ফারাক্কা বাঁধের পানি আমাদের জন্য সমস্যা হবে না। তবে বর্ষার শেষের দিকে কিছুটা পানি বৃদ্ধির আশঙ্কা থেকে যায়।

তিনি আরো বলেন, চাঁদপুরে সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং এর মাত্রা বেড়ে গেছে। সরকার ১৪শ’ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। সেক্ষেত্রে বিদ্যুতের কোন সমস্যা হওয়ার কথা নয়। যদি টেকনিক্যাল কোন সমস্যা থেকে থাকে তাহলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা লিখিত আকারে সমস্যা তুলে ধরলে সমাধানের চেষ্টা করা হবে।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নৌ-পুলিশের এসপি সুব্রত কুমার হালদার, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

সভায় আগামী ঈদুল আজহায় কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণ ও চাঁদপুরের নৌ, সড়ক ও রেলপথে যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

(ওএস/এএস/আগস্ট ২৮, ২০১৬)