একটি শিশু

সাত সকালে খবর দেখে আমি আঁতকে উঠি
এটা কি কোনো দেশের খবর হতে পারে?
প্রতিটা দিন শিশু হত্যা!
মায়ের হাতে, বাবার হাতে শিশু নিধন
বাড়িতে-বনে, পথে- শিল্পে শিশু-নির্যাতন
আমি যে আর দেখতে পারি না
আমার বুক, আমার চোখ দরদী হয়ে ওঠে

অন্ধ যুগ পেছনে পড়ে যায়
কোনো শিশুর আর্তনাদ কেউ শোনে না তবু
একটা শিশু যে কিনা আজ ওপারে চলে গেছে
যারে হত্যা করা হয়েছে জল্লাদের মতো
হয়ত সেই শিশুটি হতে পারত কোনো মহামানব

সন্তানকে মেরেছে আজ যে জল্লাদ
ফুলের মতো সুন্দরকে বাঁচতে দেয় নি যত পশু
এ সুন্দর ধরণী পরে তারা কি আর মানুষ দাবি করতে পারে?

এ পৃথিবী যে আমার নয়, এ পৃথিবী যে ওর
যার ভেতরে লুকিয়ে থাকে মহাজগত
যার ভেতরে আমরা খুঁজে পাই সুখের মণি-মুক্তা
সম্ভাবনা পরিপূর্ণ মূল্যবান আগামীকাল

একটি শিশু একটি জাতি
একটি- শিশু বাঁচলে একটি জাতি বাঁচে
একটি- শিশু বাঁচলে আমাদের এ বিশ্ব বাঁচে