স্টাফ রিপোর্টার : বেসরকারি মোবাইল ফোন কোম্পানি সিটিসেলকে আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)পাওনা ৪৭৭ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী, মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।

সিটিসেলের কার্যক্রম চালাতে যাতে কেউ বাধা না দেয় এ সংক্রান্ত হাইকোর্র্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করে বিটিআরসি। ওই আপিলের শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

আপিল বিভাগের শুনানিতে বিটিআরসি’র পক্ষে অংশ নেন ব্যারিষ্টার খন্দকার রেজাই রাকিব ও সাঈদ মাহসিফ হোসাইন। অপরদিকে সিটিসেলের কার্যক্রম চালানোর আবেদনে অংশ নেন ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ ও ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় পাওনা টাকা দুই ভাগে ভাগ করে প্রথম মাসে দুই-তৃতীয়াংশ এবং পরবর্তী মাসে বাকি টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

এ ছাড়া গত ১৭ আগস্টের পর থেকে প্রতিদিন যে ১৮ লাখ টাকা সিটিসেলের কাছে পাওনা হচ্ছে বিটিআরসির, তা অনতিবিলম্বে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় বিটিআরসি যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

আপিল আবেদনে বিটিআরসির পক্ষে অংশ নেয়া আইনজীবী ব্যারিষ্টার সাঈদ মাহসিফ হোসাইন এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ আগস্ট সিটিসেলের প্রায় পাঁচ লাখ গ্রাহককে অন্য অপারেটরের সেবা গ্রহণ করার পরামর্শ দিয়েছিল বিটিআরসি।

এ ছাড়া গত ১৭ আগস্ট বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কাছে তিন কোটি ৬৬ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার পাওনা দাবি করে চীনের ঋণদাতা প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক।

(ওএস/এএস/আগস্ট ২৯, ২০১৬)