চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া বাগান পাড়ায় তিন’শ কৃষক ও তিন’শ কৃষাণীকে নিয়ে হয়ে গেলো চালতা, তেঁতুল ও কুলের মাঠ দিবস।

উপলক্ষ্যে আজ সেমবার বেলা ২টায় জেলা কৃষি বিষয়ক কর্মকর্তা নির্মল কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডি দাম কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক রুহুল কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা যুবায়ের মাশরুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামিম শাহানাজ রাব্বি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা শেষে গ্রামের প্রতিটি পরিবারের জন্য একটি করে চালতা, তেঁতুল ও কুল গাছ বিনামূল্যে বিতরণ করা হয়।

(টিটি/এএস/আগস্ট ২৯, ২০১৬)