পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ সোমবার সকালে উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে যৌতুক,বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী এবং মানসম্মত শিক্ষা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।

জাতীয় পার্টি’র উপজেলা সদস্যসচীব ও ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ছাড়াও বক্তব্য রাখেন, জাতীয়পার্টি’র উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার,ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দস, পিরোজপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) সেখ আইয়াল কবির, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইউসুফ আলী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ.রশিদ মাস্টার, প্রধান শিক্ষক আবুল কালাম খান, মো. হারুনার রশিদ,মো.শহিদুল ইসলাম,লুৎনন্নেছা মাধবী , অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই হাওলাদার ও ইউপি সদস্য মো. মাহাবুব হোসেন সরদার প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, ধাওয়া ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক খায়রুল আলম সেখ ওই বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন ।

(এআরবি/এএস/আগস্ট ২৯, ২০১৬)