স্টাফ রিপোর্টার : মিথ্যা অভিযোগে ও সাক্ষ্যের ভিত্তিতে মীর কাসেমের সাজা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। মীর কাসেমের রায় পরবর্তী প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব এ কথা বলেন।

তিনি বলেন, সর্বোচ্চ আদালতের দেওয়া আজকের রায়ের বিষয়ে আমার কিছু বলার নেই। ভবিষ্যত প্রজন্মই এ বিষয়টি বিবেচনা করবে।

রায় পরবর্তী আদালত প্রাঙ্গনে ফাঁসির রায়ের পক্ষে দেওয়া স্লোগান ও মিষ্টি বিতরণকে দুঃখজনক বলে অভিহিত করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির সাজা বহাল রেখেছেন আদালত।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মীর কাসেমের করা আবেদন মঙ্গলবার খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০১৬)