পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ও মুঠোফোনে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় ইলিয়াস হাওলাদার(২৭) নামে এক যুবককে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইলিয়াস উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট হারজী গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এস আই) নকীব আকরাম জানান, চলতি বছরের ৩ এপ্রিল বিকেলে পূজার সময় মেয়েটি পরিবারের সাথে ছবি তোলে।এ সময় ইলিয়াস নামের এক যুবক কৌশলে তাদের ছবি তুলে নেয়। পরে ফটোশপের মাধ্যমে ইলিয়াস তার ছবির পাশে মেয়েটির ছবি দেয়। এরপর ছবিটি দিয়ে মেয়েটিকে বিভিন্নভাবে হেনস্তা করে যৌনহয়রানী ও কুপ্রস্তাব দিয়ে আসছিল ইলিয়াস।

মেয়েটি রাজি না হওয়ায়য় সোমবার ছবিটি ফেইসবুকে ছড়িয়ে দেয় অভিযুক্ত ইলিয়াস। ঐদিন রাত ৯টার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা ইলিয়াস মেয়েটির শ্লীলতাহানি করে ও তুলে নেয়ার চেষ্টা করলে মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং যুবকটি পালিয়ে যায়।

পরে মেয়েটির মা বাদী হয়ে রাতেই মঠবাড়িয়া থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

(এআরবি/এএস/আগস্ট ৩০, ২০১৬)