নড়াইল প্রতিনিধি : বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১ সেপ্টম্বর বৃহস্পতিবার নড়াইলের চিত্রা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এবং প্রাণআপ এর সহযোগিতায় এ বছরে প্রতিযোগিতায় নড়াইলসহ বিভিন্ন জেলার ২২ টি পুরুষ এবং ৫ টি মহিলা দলের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।

প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার।

এছাড়া আজ বিকাল থেকে তিন দিনব্যাপী সুলতান উৎসব শুরু হচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু। এসময় এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, প্রাণআপের ব্রান্ড ম্যানেজার তন্ময় দাসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

(টিএআর/এএস/আগস্ট ৩০, ২০১৬)