নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহমুদ বকস এর সভাপতিত্বে ও শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা, আব্দুল বারী বাবু, ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোকছেদুর রহমান রিপন, ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আরশাদ হোসেন চঞ্চল প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন এ.এইচ এম শামছুর রহমান। এসময় স্কুলের শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

(আরএসআর/এএস/আগস্ট ৩০, ২০১৬)