বিনোদন ডেস্ক : লর্ড বলপেনের বিজ্ঞাপন কিংবা নাটক ‘প্রেমে পড়ার গল্প’, ‘কাছে দূরে’, ‘হ্যাঁ/না’, ‘উচ্চতর পদার্থ বিজ্ঞান’ যারা দেখেছেন তারা নিশ্চয়ই নাট্যাভিনেত্রী সোনিয়াকে খুব সহজেই চিনতে পারছেন। গত চার বছর তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। এই চার বছর পড়াশোনা আর চাকরি নিয়েই ব্যস্ত ছিলেন সোনিয়া। পড়াশোনা শেষ করে চাকরির পর এখন সোনিয়া রাজধানী ঢাকাতেই আছেন।

ফিরেছেন গত মাসে। ফিরে এসেই তিনি আবারও তার পুরনো জায়গায় ব্যস্ত হয়ে উঠতে চাইছেন। এরই মধ্যে কয়েকজন নাট্যপরিচালকের সঙ্গে কথাও হয়েছে। খুব শীঘ্রই অভিনয়ে ফিরছেন দর্শকপ্রিয় সোনিয়া। ২০০৩ সালে ও লেভেল শেষ করার পরপরই ‘ইউ গট দ্যা লুক’-এ নাম লেখিয়ে সেরা পাঁচজনের একজন হয়েছিলেন সোনিয়া। তন্ময় তানসেনের নির্দেশনায় সোনিয়া প্রথম মডেল হন ‘লর্ড বলপেন’-এর বিজ্ঞাপনে। গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় তিনি প্রথম অভিনয় করেন ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে। এরপর তিনি একে একে অভিনয় করেন তাহের শিপনের ‘কাছে দূরে’, মেজবাউর রহমান সুমনের ‘চান্দের গাড়ি’, আদনান আল রাজীবের ‘উচ্চতর পদার্থ বিজ্ঞান’, মাহমুদের ‘হ্যাঁ/না’সহ বেশ কিছু নাটকে। ২০১০ সালে এসে সর্বশেষ তানিয়া আহমেদের পরিচালনায় ধারাবাহিক ‘এ-টিম’ নাটকে কাজ করেন। ২০১০ সালে সোনিয়া লন্ডনের নিউ ক্যাসলের ‘নর্থাম্বিয়া ইউনিভার্সিটি’ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন আইন বিষয়ে। এরপর সেখানে দু’বছর চাকরিও করেন ব্রডকাস্টিং চ্যানেল ‘স্কাই’তে। রংপুরের গাইবান্ধার মেয়ে সোনিয়া বলেন, ‘এখন থেকে দেশেই থাকব। আবার নিজেকে অভিনয়ে ব্যস্ত রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে সবার সহযোগিতা চাই, চাই সবার দোয়াও।’

(ওএস/এইচআর/জুন ১১, ২০১৪)