স্টাফ রিপোর্টার : এবার ঈদে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৪শ বাস গাবতলী ও মহাখালী থেকে দেশের বিভিন্ন রুটে বিশেষ সেবা দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার থেকে এসব বাসের অগ্রিম টিকিট ছাড়া হবে।

এছাড়া ঈদের আগের দিন সাভার, নবীনগর ও চন্দ্রায় ৩০টি ও রাজধানী থেকে ৫০টি বাস যাত্রীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রুটে ছেড়ে যাবে।

বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালেয়র সম্মেলন কক্ষে এ তথ্য দেন মন্ত্রী।

মন্ত্রী ব্রিফিংয়ে জানান, গার্মেন্টসগুলোকে আলাদা আলাদা দিনে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিজিএমইএ নেতাদের।

সাভার নবীনগর ও আশুলিয়া এলাকার গার্মেন্টসগুলো একদিন ও গাজীপুর, টঙ্গী এলাকায় অন্য একদিন ছুটি দেওয়ার আহ্বান জানানো হয় বলে জানান ওবায়দুল কাদের।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৬)