স্টাফ রিপোর্টার : মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন পঞ্চাশের দশকের প্রধান কবি শহীদ কাদরী।

বুধবার দুপুরে (বাদ জোহর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে আসা হয় কবির মরদেহ। সেখানে তাকে দাফন করা হয়।

এ সময় তার তার স্ত্রী মিরা কাদরীসহ তার ছেলে আদনান কাদরী উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, শেখ হাসিনার 'বিশেষ সহকারী' মাহবুবুল হক শাকিল, নাট্যব্যাক্তিত্ব রামেন্দ্র মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিজুল হকসহ সর্বস্তরের জনগণ।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৬)