শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী শহীদ নাজমূল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কলেজের গভর্নিং বডি (জিবি) এক সভায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে তার বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে অনৈতিক কাজের অভিযোগ ওঠায় তাকে দু’দফায় এক মাসের বাধ্যতামুলক ছুটিতে পাঠানো হয়েছিল। ওই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির তদন্ত কাজে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গভর্নিং বডি সূত্রে জানা যায়, ১০ জুন মঙ্গলবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গভর্নিং বডি’র (জিবি) সভায় সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত নেয়। শেরপুরের জেলা প্রশাসক ও কলেজের গভর্নিং বডি’র সভাপতি মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় গভর্নিং বডি’র সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভুলু, মো. নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান জুয়েল, শহিদুজ্জামান, এডিএম রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, এসএম রফিকুল ইসলাম, ইসরাত জাহান সরকার, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

শেরপুরের জেলা প্রশাসক ও কলেজের গভর্নিং বডি’র সভাপতি মোহাম্মদ জাকীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শহীদ নাজমূল স্মৃতি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্তকাজ চলাকালিন সময়ে তদন্তকাজে তিনি প্রভাবিত করছেন, তদন্ত কমিটির অভিযোগের ভিত্তিতে তাকে গর্ভনিং বডির সভায় সর্বসম্মতিক্রমে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, নালিতাবাড়ী শহীদ নাজমূল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে অনৈতিক কাজের অভিযোগ করে গত ৪ মে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করে। পরদিন তারা মানববন্ধন করে এবং প্রশাসনের নিকট স্মারকলিপি দেয়। এনিয়ে সেসময় বিভিন্ন মিডিয়ায় বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হলে গভর্নিং বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়।

(এইচবি/জেএ/জুন ১১, ২০১৪)