চুয়াডাঙ্গা প্রতিনিধি : ফের বাস ও ইজিবাইক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদ ও অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে চুয়াডাঙ্গার সঙ্গে ঢাকাসহ সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ও মালিকপক্ষের বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বাস শ্রমিক ও ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালেও চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুর এলাকায় ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন।

এরপরই বিক্ষুব্ধ বাস শ্রমিকরা চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এলোপাথাড়ি গাড়ি রেখে ব্যারিকেড দিয়ে সব রুটে যান চলাচল বন্ধ করে দেয়।

এসময় লাঠিসোটা নিয়ে সড়কের ওপর শ্রমিকরা অবস্থান নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

বাস শ্রমিকরা জানায় চুয়াডাঙ্গার সব রুট থেকে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করা না হলে তারা কাজে ফিরবে না।

খবর পেয়ে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অবরোধ স্থলে এসে বাস শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সড়কে ইজিবাইক চলাচল বন্ধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

পরে ১০টার দিকে মালিক-শ্রমিক নেতারা সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে এক বৈঠকে বসেন। তবে বৈঠকে এ ব্যাপারে কোনো সমঝোতা না হওয়ায় বাস-ট্রাক ইউনিয়নের নেতারা এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

মঙ্গলবার সকালে সড়কে ইজিবাইক চলাচল নিয়ে বাস ও ইজিবাইক চালকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গেও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সি আসাদুজ্জামানসহ ২০ জন আহত হয়। এরপরই বাস শ্রমিকরা চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কে যানবাহন বন্ধ করে দেয়।

(ওএস/এইচআর/জুন ১১, ২০১৪)