স্টাফ রিপোর্টার :দেশে গণতন্ত্র ছিল না, জিয়াউর রহমানই গণতন্ত্র এনেছেন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, জিয়াউর রহমান মনে করেছেন, হানাহানি না করে সবাই নিজ নিজ পার্টি করবে। যোগ্য ও ভালো লোককে নিয়ে একটি দল করেছেন তিনি। দুর্বৃত্তপীড়িত দেশে গণতন্ত্রসহ বহুদলীয় গণতন্ত্র আনলেন। সবাইকে সুযোগ দিলেন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ধৈর্য ধরুন শিগগিরই সুসময় আসবে। সময় হলে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, এই সরকার যেসব চুক্তি করেছে- করে যাচ্ছে তার সবই দেশের স্বার্থবিরোধী ও জনবিরোধী। তিনি বলেন, ইতোপূর্বে আওয়ামী লীগ ফারাক্কা ব্যারেজ করেছে। এটি বন্ধুত্ব নয়। এরপর একের পর এক চুক্তি এই সরকার করে গেছে যার একটিও জনগণের জন্য নয়। এখন রামপাল করছে এটিও দেশের পক্ষে বা জনগণের স্বার্থের জন্য নয়। সমস্ত কিছু দেশের স্বার্থবিরোধী। এসব চুক্তির বোঝা একদিন বহন করতে হবে যুব সমাজকে। তারা (সরকার) একেকটা উন্নয়ন প্রকল্প নেয়, আর অর্থ বাড়ে। নেতারা কমিশন খায় এবং টাকা চলে যায় দেশের বাইরে।

খালেদা জিয়া বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সকল চুক্তি হয়েছে, সেগুলো দেশবিরোধী ও দেশের স্বার্থবিরোধী। তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, তবে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে নয়।’

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণ বন্ধে আবারও সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়া তার নামে ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, ব্লগ ও ওয়েবসাইটের উদ্বোধন করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।


(ওএস/এস/সেপ্টেম্বর০২,২০১৬)