টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় অহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হয়। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয় ট্রাকের চালকসহ বাসের ২০ যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর মহাসড়কে বেশ কিছু সময়ের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

(এমএনইউ/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৬)