ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অজ্ঞাত পরিচয় এক মহিলার (২৮)লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের পরিত্যক্ত সেচঘরে পরিচয়বিহীন সালোয়ার কামিজ পরিহিত ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

খবর পেয়ে এএস পি (গৌরীপুর সার্কেল) ও ঈশ্বরগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

(এনআইএম/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৬)