হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন ১ সেপ্টেম্বর হালুয়াঘাট থানা পরিদর্শন শেষে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, বিপিএম, পিপিএম, ডিআইজি’র সহকারী ষ্টাফ অফিসার এএসপি শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী, সহকারী পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মোঃ আখতারুজ্জামান মিয়া, পিপিএম। জানা যায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম কে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা’র নেতৃত্বে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন করেন চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন। অনুষ্ঠান শেষে উপজেলা কর্তব্যরত ১০৮ জন গ্রাম পুলিশ নিয়ে আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়ন ও অপরাধীদের অবস্থান সনাক্তকরণে পুলিশকে সহায়তা প্রদান পূর্বক মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত একাধিক গ্রাম-পুলিশ সদস্য তাদের সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ডিআইজি’র সাথে খোলামেলা কথা বলেন। বিভিন্ন সময়ে নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব সহ একাধিক দায়িত্ব পালনের পরও বেতন-ভাতাদি সংশ্লিষ্ট দপ্তর হতে না পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। অত্র থানায় গ্রাম-পুলিশের বসার জন্য নির্ধারিত স্থান বিনিমার্ণে আহবান জানান।

এ সময় বক্তব্যে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বেতন-ভাতাদি প্রদানের জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আলোচনা করবেন এবং গ্রাম-পুলিশের বিশ্রামগার নির্ধারিত স্থান অত্র থানায় শ্রীঘ্রই শেড ঘর নিমার্ণ করা হবে বলে আশ্বস্ত করেন। তৃণমূল পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গ্রাম-পুলিশের অবদান অপরিসীম উল্লেখ করে আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাল্যবিবাহ, মাদক, জুয়া ও নারী নির্যাতন বন্ধে সার্বক্ষণিক সচেষ্ট থাকতে হবে গ্রাম-পুলিশকে।

জঙ্গি ও নাশকতাকারীদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করতে আহবান জানায় এবং প্রতিমাসে বিশেষ ও গুরুত্বপূর্ণ কাজের মূল্যায়ন হিসেবে ময়মনসিংহ পুলিশ সুপারের মাধ্যমে তাদের কে পুরুস্কৃত করা হবে বলে জানান। আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়ন ত্বরানিত করতে ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা’র সাথে আলোচনা করা হয় বলে জানা যায়।

(জেসিজি/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৬)