গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ঝড়ো বাতাসের কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব রকম নৌযান চলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত এ রুটে নৌ যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যাবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। একপর্যায়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ নৌরুটের ফেরি, লঞ্চসহ সব রকম নৌযান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ফেরিগুলো যানবাহনের পূর্ণ লোড নিয়ে ঘাটেই অবস্থান করে।

পরে বাতাসের গতি কমে গেলে বেলা ১১টা ২০ মিনিটে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।

এদিকে, প্রায় দেড় ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন আটকা পড়েছে।

(ওএস/জেএ/জুন ১১, ২০১৪)