স্টাফ রিপোর্টার :আগামী ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা ধরে টিকিট বিক্রির পরিকল্পনা করেছিল বাংলাদেশ রেলওয়ে। কিন্তু দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদ হবে ১৩ সেপ্টেম্বর। তাই ১২ সেপ্টেম্বর নিয়মিত ট্রেনগুলো চলাচল অব্যাহত রাখবে রেলওয়ে।

শনিবার অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে যেকেউ ১২ তারিখের অগ্রিম টিকিট নিতে পারবেন। তবে এটা ঈদের অগ্রিম টিকিট নয়। রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, যে কেউ চাইলে যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট কিনতে পারবেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু জানান, ১২ সেপ্টেম্বর আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ থাকবে না। স্বাভাবিক সময়ে আগে যেসব গন্তব্যে যেতো সেসব গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।





(ওএস/এস/সেপ্টেম্বর০৩,২০১৬)