স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জেনে-বুঝে সংবিধান লঙ্ঘন করিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় একথা জানান তিনি।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আপিল বিভাগ মন্তব্য করেছেন, দুই মন্ত্রী সংবিধান রক্ষায় তাদের শপথ ভঙ্গ করেছেন।

রায়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননার দায়ে গত ২৭ মার্চ জরিমানার রায়টি দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। তাদেরকে সাতদিনের মধ্যে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও কিডনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করেন তারা। বৃহস্পতিবার ৫৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০১৬)